
মহানগরবার্তা ওয়েবডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আবহে এখান সরগরম গোটা রাজ্য। দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দল গুলির বাদানুবাদে ততই স্পষ্ট হচ্ছে ভোটের উত্তাপ। সেই উত্তাপের রেশ বজায় রেখেই এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ।
এদিন বীরভূমের চা চক্রে যোগদান করে বাংলাকে ‘দ্বিতীয় কাশ্মীর’ বলে উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সব জঙ্গি ধরা পড়ছে। কাশ্মীরেও এত জঙ্গি ধরা পড়ে না। বাংলা এখন দ্বিতীয় কাশ্মীর। বীরভূমে এখন ঘরে ঘরে বোমা বানানো হচ্ছে। জঙ্গিরা পুরো জাল বিস্তার করেছে এখানে।” বুধবার বীরভূমের সিউড়িতে চা চক্রে যোগ দিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
তবে দিলীপ ঘোষের মন্তব্যে চুপ করে থাকেনি শাসক শিবির। তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় তীব্র সমালোচনা করেছেন এই মন্তব্যের। শুধু তাই নয়, এই মন্তব্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি বিতর্কিত মন্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলেও দাবি করেছেন তিনি। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় এদিন বলেন, “বিজেপির সভাপতি বাংলাকে দ্বিতীয় কাশ্মীর বলছেন, এটা লজ্জার ব্যাপার। দিলীপ ঘোষের মাথা খারাপ হয়ে গেছে। এই রকম বলেছিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছিলেন মুম্বাই পাক অধিকৃত কাশ্মীর হয়ে গেছে। দিলীপ ঘোষও কঙ্গনা রানাওয়াতের রাস্তায় যাচ্ছেন। বাংলার বদনাম না করে ওঁর অবিলম্বে বাংলা ছেড়ে যাওয়া উচিত।”
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্র সরকারের কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনায় সামিল হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সোশ্যাল মিডিয়ার জনগণ। দিলীপ ঘোষের মন্তব্যকেও কঙ্গনার সেই মন্তব্যের সঙ্গেই তুলনা করেছেন সৌগত রায়।