নেপটিজম বিতর্ককে বুড়ো আঙ্গুল, এবার একসাথে মাঠে নামছে শাহরুখ সালমান

মহানগরবার্তা ওয়েবডেস্ক: নিন্দুকদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের রূপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান, এমনটাই শোনা যাচ্ছে গুজবে কান পাতলে। শোনা যাচ্ছে, সেই সঙ্গে কিং খানের কামব্যাক ছবিতে দেখা যাবে সালমান খানকেও। বলা বাহুল্য, নতুন এই ছবির কথা কানে আসতেই খুশির হাওয়া খানদের ভক্তমহলে।
বস্তুত, ফের রূপালী পর্দায় বলিউড বাদশার কারসাজি দেখার জন্য দীর্ঘদিন ধরে মুখিয়ে আছে ভক্তরা। কবে তিনি আবার অভিনয়ে ফিরবেন, চেনা ভঙ্গিতে কবে আবার মুগ্ধ করবেন দর্শকদের, প্রায় দু বছর ধরে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন দেশের সিনেমাপ্রেমী মানুষ। সূত্রের খবর, অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সিনেমা শুটিং ফ্লোরে ফিরছেন শাহরুখ খান।খুব শিগগিরি তিনি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, আরো শোনা গেছে সেই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের ‘ভাইজান’ সালমান খানকেও। তবে এখনও এ বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয় নি বলিউডের তরফ থেকে।
বলিউডে কিং খানের কামব্যাক ছবি নিয়ে গত দুই বছর যাবৎ একাধিক গুজব রটেছে। কখনো পরিচালক রাজকুমার হিরানির জুটি বাঁধার কথা শোনা গেছে, কখনো আবার রটেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় কামব্যাক করবেন তিনি। এসবের মাঝেই ফের গুজব ছড়ালো যশরাজ ফিল্মসের হাত ধরেই ‘পাঠান’ ছবিতে কামব্যাক করছেন তিনি।
শোনা গেছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখের সঙ্গে এই নতুন ছবিতে সালমান খান ছাড়াও কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। উল্লেখ্য, এর আগে শাহরুখ খানের শেষ মুক্তি পাওয়া ‘জিরো’ ছবিতেও ক্যমিও চরিত্রে দেখা গিয়েছিল সালমান খানকে।
প্রসঙ্গত উল্লেখ্য, জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের অভ্যন্তরে স্বজনপোষন নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল তাতে আঙুল উঠেছিল খানদের দিকেও। শাহরুখ কিংবা সালমান, কাউকেই রেয়াত করেন নি নেটিজেনরা। সেই সমস্ত সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আবার কি শুটিংয়ে ফিরতে চলেছেন বলিউড বাদশা? জল্পনা তুঙ্গে।