সুশান্ত তদন্তে বিলম্ব! CBI এর বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

মহানগরবার্তা ওয়েবডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে প্রায় ৬ মাস হতে চলল। কিন্তু এই মৃত্যু ঘিরে যে রহস্যের সৃষ্টি হয়েছিল এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয় নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সুশান্ত মৃত্যু মামলার তদন্ত ভার গ্রহণ করলেও তদন্ত এগোচ্ছে না বলেই দাবি অভিনেতার ভক্তদের। এই বিলম্বের বিরুদ্ধে তাই এবার তাঁরা দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালতের।
সূত্রের খবরে জানা গেছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের হালহকিকত জানতে চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই-কে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সুশান্ত মামলার দ্রুত তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিনীতা ধান্দা নামের এক অ্যাডভোকেট। তদন্তকারী সংস্থাকে দুই মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দানের জন্য তিনি আর্জি জানিয়েছেন।
তিনি বলেছেন, শীর্ষ আদালত দেশের প্রধান তদন্তকারী সংস্থার ওপর আস্থা রেখেই অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল। অভিনেতার মৃত্যুর পর গত ১৯ অগাস্ট আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এরপর চারমাস কেটে গেলেও সিবিআই তদন্ত সম্পূর্ণ করতে পারেনি। ফলে প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে মৃত্যুর কারণ অজানাই রয়ে গিয়েছে।
এছাড়া সিবিআই এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে পারছে না বলেও অভিযোগ করেছেন ওই আইনজীবী।
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় চলতি বছরের জুন মাসে। তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই এই মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। আদেও আত্মহত্যা নাকি এর পিছনে খুনের রহস্য আছে প্রশ্ন ওঠে একাধিক। তুমুল জন রোষের মুখে সুশান্ত মৃত্যু রহস্যের তদন্তের ভার নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। কিন্তু দীর্ঘ কাল অতিক্রান্ত হলেও এখনও এই মামলার কোনো সঠিক দিশা দেখাতে পারে নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর জেরেই সুশান্ত ভক্তদের মধ্যে ঘনিয়ে উঠেছে হতাশা।