
মহানগরবার্তা ওয়েবডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আজ প্রায় ছয় মাস অতিক্রান্ত। তদন্ত চললেও মৃত্যু রহস্যের সম্পূর্ণ কুল কিনারা। এ পর্যন্ত তদন্ত যে পথে যতদূর এগিয়েছে, তাতে মোটেই খুশি নন প্রয়াত অভিনেতার ভক্তকূল। আর এর মাঝেই আরো এক দুঃসংবাদ সুশান্ত সিং রাজপুতের পরিবারে।
ছেলের মৃত্যুর তদন্তের মাঝেই এবার আচমকা অসুস্থ হয়ে পড়লেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁকে ফরিদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের আচমকা মৃত্যুতে বিধ্বস্ত পরিবারের কাছে কেকে সিংয়ের এই অসুস্থতা নিঃসন্দেহে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবার অসুস্থতার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। শুধু তাই নয়, তাঁর একপাশে মেয়ে প্রিয়াঙ্কা এবং অন্যপাশে আরেক মেয়ে মিতু সিংকেও দেখা গেছে। তবে উদ্বেগের বদলে ওই ভাইরাল ছবিতে দুই মেয়েকেই দেখা গেছে হাসি মুখে। যা দেখে সহজেই বোঝা যায়, কেকে সিংয়ের বর্তমান অবস্থা মোটেই সংকটজনক নয়। বরং বিপদ কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং।
সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ছবি উদ্বেগ বাড়িয়েছে সুশান্ত ভক্তদের। সকলেই হাসপাতালে ভর্তি কেকে সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে সুশান্ত পরিবারের মুখে হাসি দেখে স্বস্তিও পেয়েছেন কেউ কেউ।
প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় চলতি বছরের জুন মাসে। তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই এই মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। আদেও আত্মহত্যা নাকি এর পিছনে খুনের রহস্য আছে প্রশ্ন ওঠে একাধিক। সিবিআই এই মামলার তদন্তের ভার তুলে নেয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয় নি রহস্যের। তবে হাল ছাড়তেও নারাজ সুশান্ত অনুরাগীরা। পরিবারের সংকটের পরিস্থিতিতেও আন্দোলন জারি সোশ্যাল মিডিয়ায়। আজও সুবিচারের দাবিতে দুই লক্ষেরও বেশি টুইট দেখা গেছে টুইটারে।