
মহানগর বার্তা ওয়েবডেস্ক: রাজনীতির ময়দানে নিজের অবস্থান এখনো খোলসা করেননি শুভেন্দু অধিকারী। সদ্য তৃণমূল থেকে ইস্তফা দেওয়া এই প্রাক্তন মন্ত্রী এখন অরাজনৈতিক সভা করছেন। গতকাল মহিলাদলের এমনই এক অরাজনৈতিক সভায় শুভেন্দু বলে বসেন, ‘আগামী বছরে মুক্তির স্বাদ দেবেন ঈশ্বর।’
এদিন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে জোর তরজা শুরু হয়েছে। তিনি এদিন স্পষ্ট করে বলেন, “আগামী ২০২১… আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আমরা দেবীশক্তি-মাতৃশক্তিতে বিশ্বাস করি। আশা করি, ঈশ্বর আমাদের ২০২১ সালটা খুব ভালো দেবে। মুক্তির স্বাদ দেবে। আনন্দের স্বাদ দেবে।”
আগাম ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানান এই প্রাক্তন মন্ত্রী। করোনা নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেছেন, “এই বছরটা আমরা ভালোভাবে কাঁটাতে পারিনি। এখানে আমরা অনেকে বসে আছি যারা করোনাকে হারিয়ে দিয়েছে।” এবং আগামী দিনের নীরোগ শুভেচ্ছাবার্তাও দিয়েছেন শুভেন্দু।