মহানগর
ইউটিউব পরিষেবা হঠাৎ করেই বন্ধ! নেট দুনিয়া জুড়ে তোলপাড়


মহানগর বার্তা ওয়েবডেস্ক: হঠাৎই সোমবার বিকেলে থেকে নেট দুনিয়া জুড়ে শুরু হয় নতুন তোলপাড়! জানা যায়, ভারত , ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকায় গুগলের বিভিন্ন পরিষেবা এবং বেশ কিছু অ্যাস কাজ করছে না। গুগল কনট্যাক্টস, ড্রাইভ, জি মেইল ইত্যাদি অ্যাপ কাজ করছে না। সঙ্গে সমস্যা করছে ইউটিউব ও। এর আগে ও যদিও গত মাসের শুরুতে ইউটিউব সমস্যা করেছিল।
এক্ষেত্রে, ডাউনডিটেক্টরের ধারণা আউটেজের ফলে ইউটিউব অচল হয়ে পড়ছে। যেই কারণে ইউটিউবের হোম পেজ ওপেন করতে গেলেই দেখা যাচ্ছে, ‘Something went wrong’।

