সুশান্তের মৃত্যু তদন্তে সুবিচার পেতে বিলম্ব! এবার মুখ খুললেন শুভ্রমনিয়াম স্বামী

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ সুশান্ত সিং রাজপুত মামলা নিয়ে এবার মুখ খুললেন সুব্রামানিয়াম স্বামী। বিজেপি এবং রাজ্যসভার এই সদস্য এদিন বলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের কিনারা করার উদ্দেশ্যে যেভাবে একের পর এক সুনিয়ন্ত্রিত তদন্ত চলছে, তাতে গায়ে লাগছে অনেকেরই। বিশেষ করে যে সুশান্ত ভক্তরা অভিনেতার মৃত্যুর পর দ্রুত তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছিলেন এখন তদন্ত দেখে তাঁরাই অধৈর্য হয়ে পড়ছেন। “যাঁরা সুশান্তের মৃত্যুর জন্য দ্রুত বিচার চেয়েছিলেন, যাঁদের সন্তুষ্টির জন্য এই অতিরিক্ত সতর্কতার সঙ্গে নানাবিধ তদন্ত চালানো হচ্ছে, সেই এসএসআর অনুরাগীদেরই তদন্ত দেখে এখন কষ্ট হচ্ছে।” টুইট করে জানান সুব্রামানিয়াম স্বামী। এখানেই থেমে না গিয়ে তিনি আরো বলেন, আইন অনুযায়ী সিবিআই এর এবার ৩০২ ধারা অনুসারে এফআইআর দায়ের করা কর্তব্য। “আমি মনে করি, এই ব্যাপারে আইনের ৩০২ ধারা অনুযায়ী সিবিআই এর তরফ থেকে এফআইআর করা উচিত।”
It is troubling for SSR fans to see various investigations are treading too cautiously for the satisfaction of those who want early justice for Sushant. I think it about time CBI registers an FIR u/s 302 since it is bound to do so under law given the information obtained so far
— Subramanian Swamy (@Swamy39) September 27, 2020
গত জুন মাসের ১৪ তারিখ মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের। তাঁর এই আকস্মিক মৃত্যুর পরেই তুমুল আলোড়ন সৃষ্টি হয় নেট নাগরিকদের মধ্যে। নিতান্তই অবসাদগ্রস্ত আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে জড়িয়ে আছে অন্য কোনো গভীর রহস্য, সেই তদন্তের দাবিতে ছেয়ে যায় সোশাল মিডিয়া। তদন্তের দাবিতে ড্রাগ আদানপ্রদানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতার বান্ধবী রেহা চক্রবর্তীকে। এরপরই ড্রাগ মামলার সঙ্গে জড়িয়ে যায় শ্রদ্ধা কাপুর সারা আলি খান রাকুল প্রীত দীপিকা পাডুকোনের মতো একের পর এক বলিউডের হেভিওয়েট নায়িকাদের নাম। কিন্তু অভিনেতার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত কোনো দিশা দেখাতে পারেন নি পুলিশ, সিবিআই বা ইডি। এরপরই সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত এই ড্রাগ মামলার সঙ্গে জুড়ে গিয়ে গতি হারাচ্ছে বলে দাবি ওঠে কিছু মহল থেকে। এই বিষয়কে হাতিয়ার করে শাসকদল দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থেকে জনগণের দৃষ্টি সরাতে চাইছে বলেও অভিযোগ ওঠে। সুব্রামানিয়াম স্বামীর আজকের টুইট সেইসব
অভিযোগকারীদের প্রতিই কড়া বার্তা দিল।