ছোট্ট সুশান্তের ছবি টুইট, ভাইয়াকে ভুলতে পারছেন না শ্বেতা

মহানগর বার্তা ওয়েবডেস্ক: অভিনেতা সুশান্তের মৃত্যুর তিনমাস পরেও পরিবারের মনে এখনও তাঁর উপস্থিতি একইরকমভাবে উজ্জ্বল। ছেলে সুশান্ত থেকে ভাই সুশান্ত কোনো পরিচয়ই পুরোপুরি মুছে যেতে দেয়নি এই অভিনেতার পরিবার। সুশান্তের বোন শ্বেতা সিং এর ওয়ালে বারবার উঠে এসেছে সব পরিচয় ছাপিয়ে মানুষ সুশান্তের কথা।
সুশান্ত ভাইয়ার একটা ছোটোবেলার ছবি পোষ্ট করেন এদিন শ্বেতা সিং কীর্তি। ট্যুইটে লেখেন, “ঝলমলে চোখ, যা দিয়ে ভেতরের বিশুদ্ধতা স্পষ্ট দেখা যায়” অর্থাৎ ছোট্ট সুশান্তের মধ্যেকার যে মানবিক দিক, মানুষকে সাহায্যের যে মন তাই যেন সুশান্তের চোখে স্পষ্ট।
Those twinkling eyes… reflects the internal purity ❤️❤️❤️ #SushantSinghRajput pic.twitter.com/zTvkKE9Zss
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 27, 2020
প্রসঙ্গত, ১৪ই জুন নিজের বান্দ্রার ফ্ল্যাটে মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। অভিনেতার মৃত্যু ঘিরে বলিউডের নেপোটিজমকে নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। গ্ৰেফতার করা হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী তাঁর ভাই সৌভিক চক্রবর্তী ও অভিনেতার কিছু কাছের জনদের। তবে আজও অনিশ্চয়তাকে মেনে নিয়ে সত্য সামনে আসার অপেক্ষায় সুশান্তের পরিবার, বন্ধু ও অনুরাগীরা।