ত্রিপুরার শহীদ জওয়ানকে শ্রদ্ধা, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

মহানগরবার্তা ওয়েবডেস্ক: অবশেষে ঘরে ফিরল কাশ্মীর সীমান্ত অঞ্চলে নিহত বাঙালি জওয়ান সুদীপ সরকারের দেহ। গত কাল তাঁর দেহ নিয়ে আসা হয় ত্রিপুরার আগরতলায় তাঁর বাড়িতে। তিন দিন আগে কাশ্মীর সীমান্তে সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারান তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ রাজনৈতিক নেতারা।
গতকাল দুপুর ২টোয় নিহত সুদীপ সরকারের দেহ নিয়ে আসা হয় আগরতলায়। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ত্রিপুরার মানুষ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিপ্লব কুমার দেব ছাড়াও রাজ্যের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান শহীদ সুদীপ সরকারকে। শুধু তাই নয়, এদিন সুদীপ সরকারের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন বিপ্লব দেব। ত্রিপুরার চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ওই টাকা দেওয়া হবে বলে জানা গেছে।
Agartala: Tripura CM Biplab Kr Deb paid tribute to BSF constable Sudip Sarkar, who lost his life in an operation to foil an infiltration bid on Nov 8 in Machhil sector of J&K, in Dhaleswar.
CM said, "Rs 5 lakhs to be given to his family from Chief Minister Relief Fund" (10.11) pic.twitter.com/FrpoIf9cLj
— ANI (@ANI) November 10, 2020
নিহত সুদীপ সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে কর্মরত ছিলেন। কিছুদিন আগেই কিছুদিন আগেই পঞ্জাব থেকে বদলি হয়ে তিনি গিয়েছিলেন শ্রীনগরে। কিন্তু সেখান থেকে আর ঘরে ফেরা হয় নি তাঁর। আজ সকালে সেখান থেকেই ত্রিপুরায় ফোন করে বিএসএফের আধিকারিকেরা জানান, গত কাল রাতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সুদীপ। এর আগে শ্রীনগরে বিএসএফের তরফ থেকে পুষ্পস্তবক এবং বিজয়মাল্যের সঙ্গে ত্রিপুরার বাঙালি শহীদ সুদীপ সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এর আগে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন সুদীপ সরকারের মৃত্যুতে। টুইট করে তিনি বলেছিলেন, ‘‘বীর যোদ্ধা সুদীপ সরকার আমাদের রাজ্য ও দেশের গর্ব। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শহিদ হয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি। বীর সন্তানের মা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’’
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাত একটা নাগাদ কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে টহলদারি দিচ্ছিলেন সুদীপ সরকার। সেই সময়েই নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করেছিল টহলদারি দলটি। বিএসএফের অন্য জওয়ানদের সঙ্গে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করেছিলেন সুদীপও। কিন্তু জঙ্গিরা তাঁদের দিকে নিশানা করে গুলি ছুঁড়তে শুরু করে। গুলি লেগে গুরুতর আহত হন সুদীপ।পরে রাতেই মৃত্যু হয় তাঁর। রাতে প্রায় তিন ঘণ্টা ধরে লড়াই চলেছে খবর বিএসএফ সূত্রে।