মেয়েদেরকে দু টুকরো করে কেটে ফেলার ম্যাজিক শো চলছে, এবার রিয়ার পাশে টুইংকেল খান্না

মহানগর বার্তা ওয়েবডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিযোগের তীর রিয়া চক্রবর্তীর দিকে। অভিনেতার বাবা কেকে সিং বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। এরপর বারংবার মিডিয়ার সওয়ালে মুখে পড়তে হয় রিয়াকে। এই নিয়ে এবার সরব অক্ষয় পত্নি। এদিন টুইংকেল খান্না বলেন ” ভয়ানক মিডিয়া ট্রায়ালের শিকার রিয়া, যেন মেয়েদেরকে ‘দু’ টুকরো করে কেটে ফেলার ম্যাজিক শো চলছে। ’’
সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’র কলামে ‘মিসেস ফানি বোনস’ তার সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন। তিনি লিখেছেন, “ ভয়ানক মিডিয়া ট্রায়াল ও রাজনিতীর শিকার রিয়া, তাকে ‘গোল্ড ডিগার’, ‘বিষকন্যা’, ‘খুনি’ নানা অপবাদ দেওয়া হয়েছে। যদিও এখনও কিছুই প্রমান হয়নি। শুধুমাত্র ৫৯ গ্রাম গাঁজা কেনার অভিযোগ প্রমান হয়েছে। তার জন্য তিনি গ্রেফতারও হয়েছেন এবং জেলেও আছেন। লক্ষ লক্ষ দর্শকের সামনে রিয়াকে কেটে টুকরো করে দেওয়া হচ্ছে। ক্যামেরা বন্ধ হলে এই মানুষগুলো জবাব দিতে পারবেন তো ? শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য একটি মেয়ের জীবন বিপন্ন করে তোলা হচ্ছে! আর ভোট ব্যাংক উপছে পড়ার আশায় তাতে মদত জোগাচ্ছে রাজনৈতিক দলগুলি।”
টুইংকেল তার ষ্পষ্ট বক্তব্যের জন্য বরাবরই পরিচিত ইন্ডস্ট্রিতে। রিয়ার প্রতি মিডিয়ার অভিব্যক্তি নিয়ে এবার রিয়ার পাশে দাঁড়ালেন তিনি। মিডিয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে রিয়াকে জরিয়ে ফেলার অভিযোগ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অক্ষয় পত্নি। তাঁর পাশাপাশি
তাপসী পান্নু, স্বরা ভাস্কর, শিবানী দান্ডেকার, কারিনা কাপুর, বিদ্যা বালান, সোনাম কাপুর , অনুরাগ কাশ্যপ সহ বিনোদন জগতের অনেক স্বনামধন্য অভিনেত্রী ও পরিচালকরা রিয়ার সমর্থনে মুখ খুললেন।