পুত্র হবে কিনা জানতে ধারালো অস্ত্রে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কাটলো স্বামী, নির্মম ঘটনা যোগীরাজ্যে

মহানগর বার্তা ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলা। স্ত্রী পুত্রসন্তান নাকি কন্যাসন্তানের জন্ম দিচ্ছে তা জানতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পেট কেটে দিলো স্বামী।
ভ্রুণ হত্যা বা গর্ভাবস্থায় ভ্রুণের লিঙ্গ নির্ধারণ দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের তোয়াক্কা না করেই ঘৃণ্য অপরাধে লিপ্ত হয় নির্যাতিতার স্বামী পান্নালাল (৩৫)। গর্ভের ভ্রূণ পুত্র নাকি কন্যা, তা জানতে স্ত্রীর পেট চিড়ে দেয় সে।
তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় বরেলি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গেছে, পান্নালালের স্ত্রী এর আগেও ৫টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু পান্নালাল চাইছিল তাদের যেন এবার পুত্রসন্তান হয়। তা থেকেই এমনটা করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই প্রসঙ্গে বরিষ্ঠ পুলিশ আধিকারিক পরভিন সিং চৌহান বলেন, পান্নালালকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে এমন অপরাধ সে করলো তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।