ঝুঁকি এড়াতে লাইজল দিয়ে বিল স্যানিটাইজ করলেন করোনা আক্রান্ত মন্ত্রী, হাসির রোল নেট দুনিয়ায়

মহানগরবার্তা ওয়েবডেস্ক: প্রায় বছর খানেক আগে চিনের উহান প্রদেশে প্রথম দেখা মিলেছিল করোনা ভাইরাসের। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের দাপট প্রাণ কেড়েছে বহু মানুষের। শুধু তাই নয়, মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দকেই এলোমেলো করে দিয়েছে করোনা ভাইরাস। নতুন স্বাস্থ্য বিধিই এখন হয়েছে ‘নিউ নর্মাল’। আর সেই স্বাস্থ্য বিধি মানতে গিয়েই এবার হাসির খোরাক হলেন আমেরিকার এক মন্ত্রী।
স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে গিয়ে স্যানিটাইজারের বদলে লাইজল ব্যবহার করলেন আমেরিকার মন্ত্রী,এমনটাই দেখা গেছে ভাইরাল একটি ভিডিওতে। তাও আবার একটি সরকারি বিলের উপর। তাঁর কাজ দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।
ঠিক কী ছিল ওই ভিডিওতে?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যাতে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মন্ত্রী সই করছেন একটি বিল। তারপর জীবানুনাশক লাইজল গোটা বিল জুড়ে স্প্রে করছেন। সেই সঙ্গে তিনি বলছেন, “কোভিড স্টাইলে বিল সই করছি।” নিজের ফেসবুক এবং ট্যুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও তিনি শেয়ার করেছেন।
সূত্রের খবরে জানা গেছে, ভাইরাল হওয়া ওই মন্ত্রী আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডোর গভর্নর। তাঁর নাম জারেদ পলিস।দিন কয়েক আগে তিনি এবং তাঁর সঙ্গিনীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। কিন্তু একটি জরুরি বিল পাশ করার দরকার ছিল। তার জেরেই এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করেছেন তিনি।
আমেরিকান গভর্নরের এই অতিরিক্ত সতর্কতা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ অবশ্য তাঁর মহত্ত্ব হিসেবেই দেখেছেন, কিন্তু বেশিরভাগই ঠাট্টার সুরে ভরিয়েছেন নেট দুনিয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, কলোরাডোর ওই গভর্নর কিছু দিন আগেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর মজা করে বলেছিলেন এবার থেকে লাইজল ব্যবহার করবেন তিনি। কিন্তু বাস্তবে যে সেই মুখের কথাকে সত্যিই কাজে করে দেখাবেন, তা ভাবতে পারেননি কেউই।