
মহানগর বার্তা ওয়েবডেস্কঃ সুশান্তের মৃত্যুর তিনমাস কেটে গেল। এখনও মৃত্যুর সম্পূর্ণ কুল কিনারা হয়নি। আত্মহত্যা নাকি খুন সেই সম্পর্কেও স্পষ্ট ধারণা পাননি ভক্তকুল। তবু সুশান্ত প্রেমে মগ্ন গোটা ফ্যানমহল। সুশান্তের মৃত্যুর পর থেকেই সেই চিত্র যেন প্রায় প্রত্যেকদিনই ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর সুবিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন তাঁর অনুরাগীরা। কখনও পুরোনো ভিডিও, ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করছেন তারকা থেকে তাঁর সাধারণ ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় অষ্টপ্রহর সুশান্তের স্মৃতিচারণার বাইরেও এবার অভিনব উদ্যোগ নিলেন আসানসোলের শিল্পী।
https://twitter.com/saketjaiswal_sj/status/1306558320828792832?s=19
একদিকে শিল্পী অন্যদিকে সুশান্তের অন্ধভক্ত সুশান্ত রায় অনন্য উপহার দিলেন মৃত অভিনেতা সুশান্তকে। প্রিয় অভিনেতাকে উৎসর্গ করে বেশ কিছুদিন ধরেই কিছু একটা করার প্রচেষ্টা চালাচ্ছিলেন তিনি। অবশেষে সুশান্তের জন্য মোমের মূর্তি বানানো শুরু করেন। সুশান্তের মূর্তি বানানো শেষ হলে গত ১৭ই সেপ্টেম্বর আসানসোল মিউজিয়ামে সুশান্তের মোমের মূর্তি উন্মোচন হয়।
#SushantSinghRajput's FIRST wax statue unveiled in West Bengal's Asansolhttps://t.co/QUdFvnFHDs
— @zoomtv (@ZoomTV) September 18, 2020
সেই মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন সুশান্তের ভক্তরা। মূর্তিতে তাদের সুশান্তকে চিরাচরিত ব্লু ডেনিম এবং ব্ল্যাক জিন্সেই দেখা যায়। সেই সঙ্গে সেই মলীন হাসিমুখে।
সুশান্তকে নিয়ে শিল্পকর্ম করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা বার্তা কুড়িয়েছেন শিল্পী সুশান্ত রায়’ও। তাঁর নিখুঁত শিল্পকর্ম দেখে নেটিজেনদের দাবি যেন আসল সুশান্তকেই দেখছি।