পর্দায় ফিরছে বামেদের রাজনীতি! ওয়েব সিরিজে দেখা যাবে জ্যোতি বসুকে?

মহানগরবার্তা ওয়েব ডেস্ক: বাংলা সিনেমা জগতে চাঞ্চল্যকর খবর। বাংলা বিনোদন জগতে এবার পা রাখতে চলেছেন বাংলার বরেণ্য রাজনীতিবিদ তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তাঁর জীবনী অবলম্বনে ওয়েব সিরিজ আসতে চলেছে বাংলায়। দাপুটে রাজনীতিবিদ এবং বাংলার অন্যতম গর্ব হিসেবে জ্যোতি বসুকে নিয়ে ওয়েব সিরিজ করার পরিকল্পনা করছেন পরিচালক অরুণ রায়, এমনটাই গুঞ্জন টলিউডে। তবে এই ব্যাপারে এখনও সেই অর্থে মুখ খুলতে শোনা যায়নি পরিচালককে।
পরিচালক হিসেবে অরুণ রয়ের বানানো ‘হীরালাল সেন’ সিনেমাটি দর্শক মনে জায়গা করে নিয়েছিল। সেই দিশাতেই পরিচালক আরেক বিখ্যাত বাঙালি হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে নিয়ে সিরিজ বানানোর সিদ্ধান্ত নিচ্ছেন বলে সূত্রের খবর। এই ওয়েব সিরিজে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের পাশাপাশি তুলে ধরা হবে তাঁর ব্যক্তিগত জীবনও।
জ্যোতি বসুকে নিয়ে এর আগে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন গৌতম ঘোষ। কিন্তু তাঁকে নিয়ে পূর্ণ দৈর্ঘ্যের সিরিজের পরিকল্পনা এই প্রথম। তাই এই সিরিজ ওটিটি’তে মুক্তি পেলে ঠিক কতটা আগ্রহের সাথে দর্শকরা তা গ্রহণ করে নেয় সেটাই দেখাবার বিষয়।