দেশ
উত্তরপ্রদেশে বন্ধ করা হল দুর্গাপূজো, পালন করা হবে রামলীলা: ঘোষণা যোগীর

মহানগর বার্তা ওয়েবডেস্ক: ঘরের বাইরে আওয়াজ করে পালন করা যাবেনা দুর্গাপূজো, নির্দেশ যোগীর। এমনকি হবেনা কোনো শোভাযাত্রাও এমনটাই এদিন স্পষ্ট করে দিলেন উত্তরপ্রদেশের যোগী সরকার। শুধু দুর্গাপুজো নয়, অন্যান্য উৎসবেও বিধিনিষেধ জারি হওয়ার কথা এদিন জানান যোগী আদিত্যনাথ।
যোগী এদিন বলেন, রামলীলাও করতে হবে করোনাবিধি কঠোরভাবে মেনেই। ঐতিহ্যের রামলীলা করোনার জন্য বন্ধ হবে না। রামলীলার বিধিনিষেধ হিসেবে জারি করা হয় কিছু নিয়মবিধিও। সর্বোচ্চ ১০০ জন উপস্থিত থাকতে পারবে রামলীলা ময়দানে। করোনা বিধি অনুযায়ী মানতে হবে শারীরিক দূরত্বের নিয়মকানুনও।
এবার যোগীর রাজ্যের পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞা জারি করছে গুজরাত সরকারও। এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় করোনার মধ্যে গুজরাটে পালন করা যাবেনা নবরাত্রি। এমনকি সরকারি উদ্যোগে হবেনা কোনোও গরবার অনুষ্ঠানও।