“উন্নয়নকে এর মাঝেই এগিয়ে নিয়ে যেতে হবে”, হাথরাস কান্ডে বিরোধীদের আক্রমণ যোগীর

মহানগরবার্তা ওয়েবডেস্ক:হাথরাসে দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবার বিরোধীদের ক্রমাগত আক্রমণের জবাব দিলেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিরোধীরা দাঙ্গা লাগানোর জন্য “নতুন ষড়যন্ত্র” করছে।
রবিবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিরোধীরা তাঁর রাজ্য তথা দেশ জুড়ে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে আসলে উন্নয়নকেই থমকে দিতে চাইছেন। তাঁর কথায়, “যাঁরা দেশের উন্নয়ন পছন্দ করেন না, তাঁরাই রাজ্য তথা দেশ জুড়ে সাম্প্রদায়িক এবং জাতিগত দাঙ্গা লাগাতে চান।” শুধু তাই নয়, বিরোধী দলগুলিকে উদ্দেশ্য করে তাঁর আরো বক্তব্য, “রাজনৈতিক সুবিধা লাভের জন্য ওঁরা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। সেইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সাবধান হতে হবে। উন্নয়নকে এর মধ্যে দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। ”
বিরোধীদের কার্যকলাপ নিয়ে যোগী একাই নন, সরব হয়েছেন অন্যান্য বিজেপি নেতাও। উত্তর প্রদেশের অপর এক বিজেপি নেতা স্বতন্ত্র দেব সিংও এদিন দলীয় কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল আলোচনা সভায় কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল গুলির ষড়যন্ত্রের কথা বলেছেন। মানুষকে বিচলিত করার জন্যই এই মিথ্যা ষড়যন্ত্র চলছে বলে মনে করেছেন তিনি। তিনি বলেন, “মানুষ ওঁদের ক্ষমতায় দেখেছেন, দেখেছেন কিভাবে জনগণের সম্পত্তি লুঠ করা হয়েছে।” দলীয় কর্মীদের তাই এ বিষয়ে সাবধান ও তৎপর হতে নির্দেশ দিয়েছেন তিনি।
বস্তুত, উত্তর প্রদেশের হাথরাস গ্রামে উনিশ বছর বয়সী দলিত তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সারা দেশে যে চরম বিশৃঙ্খলা ও বিক্ষোভের মুখোমুখি হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, সেই প্রেক্ষাপটে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিজেপি নেতাদের এরূপ মন্তব্য, বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা যে সরকারের ভাবমূর্তিকেই কিছুটা উন্নত করার প্রচেষ্টা, তা বলাই বাহুল্য।